দেড় ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

টঙ্গী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১১:১৩ | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২২, ১০:৩১
ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে দেড় ঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে।

এসব দুর্ঘটনার একটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১০টার দিকে। টঙ্গীর নতুনবাজার গাজীবাড়ি এলাকার এই দুর্ঘটনায় মারা যান ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা। ঠিক দেড় ঘণ্টা পর রাত ১২টায় টঙ্গী রেলব্রিজ এলাকায় অপর দুর্ঘটনায় মৃত্যু হয় আরেক নারীর। দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ দুর্ঘটনায় দুই নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি এলাকা পার হচ্ছিল। এ সময় রেলসড়ক দিয়ে হেঁটে যাওয়া এক বৃদ্ধা ট্রেনটির ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

অন্যদিকে রাত ১২টার দিকে তুরাগ নদের ওপর টঙ্গী রেলব্রিজের পশ্চিম লাইনে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১০জানুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :