নরসিংদীতে সাবেক পৌর মেয়রকে কুপিয়ে বাসায় ডাকাতি

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২২, ১৪:৪৫
অ- অ+

নরসিংদীতে ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঘোড়াশাল পাইকসা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাবেক মেয়র শরীফুলকে কুপিয়ে জখম করে ডাকাতদল।

মেয়রের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সোমবার ভোরে পাঁচ-ছয়জনের একটি ডাকাতদল বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের লোকজনদের জিম্মি করে। ডাকাতরা নগদ এক লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতদলের এলোপাথাড়ি কোপে সাবেক মেয়র শরীফুল হক মারাত্মকভাবে আহত হন। পরে প্রতিবেশীরা তাকে দ্রুত ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এদিকে এ ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, র‌্যাব-১১ ও পলাশ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পলাশ থানার ওসি মো. ইলিয়াস জানান, একটি দল ঘরের জানালার গ্রিল কেটে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গিয়ে সাবেক পৌর মেয়র আহত হন। ঘটনার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের শনাক্তসহ গ্রেপ্তার করা সম্ভব হবে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
এখন বিদ্যুৎ বিল দেয়া যাচ্ছে বিকাশ মার্চেন্ট পয়েন্ট থেকেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা