বরিশালে ছাত্রাবাস থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৪

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২২, ১৩:৫৫
অ- অ+

বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাস থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার আলমগীর ছাত্রাবাস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাফসান তালুকদার, আজাদ সরদার, ফুয়াদ আলম ও মুমতাহিন রহমান।

শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাডমিন্টন ব্যাগে লুকিয়ে রাখা দুটি দেশীয় ধারালো অস্ত্রসহ বহিরাগত চারজনকে আটক করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন এস আই আকরামুজ্জামান। সেই মামলায় আদালতে পাঠানোর পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, এলাকাবাসী আমাদের খবর দিলে আমাদের একটি টিম গিয়ে তাদের আটক করে। তিনি বলেন, রাফসানসহ এদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা