বিলবাওকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা রিয়ালের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২২, ০৯:৩০
অ- অ+

অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এটি লস ব্ল্যাঙ্কোসদের প্রথম শিরোপা।

রবিবার রাতে সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ফাইনাল ম্যাচে রিয়ালের হয়ে গোল দুটি করেন লুকা মদ্রিচ এবং করিম বেনজেমা।

ইনজুরি ও করোনা নিয়ে দুশ্চিন্তা থাকলেও সৌদি আরব জয় করেই স্পেনে ফিরতে মরিয়া ছিল রিয়াল। সেই স্বপ্ন বাস্তবায়নে ম্যাচের প্রথমার্ধ থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে তারা।

ম্যাচের ১৯তম মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল। ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল শট নেন করিম বেনজেমা। তবে সেটি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। একের পর এক আক্রমণ তোপে ৩৮তম মিনিটে সাফল্যের দেখা পায় রিয়াল।

রদ্রিগো দুই ডিফেন্ডারকে পাশ কাটিয়ে মড্রিচের কাছে পাস দেন। ডান পায়ের বুলেট গতির শটে মড্রিচ বল জালে জড়িয়ে দিলে লিড পায় রিয়াল। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া রিয়াল বিরতির পর ৫২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। করিম বেনজেমার নেয়া শট ডি বক্সের ভেতর ইয়েরে আলভারেজের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে ফরাসি স্ট্রাইকার ফরাসি স্ট্রাইকার বেনজেমা নিজেই গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন।

ম্যাচের ৬৪তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল বিলবাও। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয়। এছাড়া ম্যাচের শেষ সময় যত ঘনিয়ে আসছিল, ততই আক্রমণে ধার বাড়িয়েছে তারা। কিন্তু কাঙ্ক্ষিত সেই মুহূর্ত ধরা দিচ্ছিল না।

নির্ধারিত সময়ের শেষ দিকে রাউল গার্সিয়ার হেড ডি বক্সের ভেতর এডের মিলিতাওয়ের হাতে লাগার পর রেফারি বিলবাওয়ের পেনাল্টির সংকেত দেন। ভিএআরের শরণাপন্ন হওয়ার পর মিলিতাওকে লাল কার্ড দেখানো হলে রিয়াল দশ জনের দলে পরিণত হয়।

তবে গার্সিয়ার নেয়া স্পট কিক দারুণ দক্ষতায় থিবো কর্তোয়া প্রতিহত করলে বিলবাও গোলের ভালো সুযোগ হাতছাড়া করলে একজনের কম দল নিয়েও শিরোপা জয়ের আনন্দে ভাসে রিয়াল।

এর ফলে গেলবার সেমিফাইনালে এই বিলবাওয়ের কাছে হেরে বিদায় নেওয়া রিয়াল এবার সে আক্ষেপ ঘুচালো। কোচ হিসেবে মেয়াদ শুরুর পর দলকে আরও একটি শিরোপা উপহার দিলেন আনচেলত্তি।

ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা