‘সাংবাদিকতা পক্ষে থাকলে প্রিয়, বিপক্ষে গেলেই অপ্রিয়’

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২২, ১৯:৪৮
অ- অ+

‘সাংবাদিকতা তখনই মানুষের কাছে প্রিয় হয় যখন পক্ষে থাকে। আর বিপক্ষে গেলেই অপ্রিয়। আর সাংবাদিকদের অবশ্যই ফেইক বা মিথ্যা সংবাদ থেকে দূরে থাকতে হবে। প্রতিটি তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদে উপস্থাপন করতে হবে। এই বিষয়টি অবশ্যই সাংবাদিকদের মাথায় রাখতে হবে।’

শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু। কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কর্তৃক আয়োজিত দশক পূর্তি ও দায়িত্ব হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

সকাল ১১টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সদ্য বিদায়ী কমিটির সভাপতি খলিলুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. সোহেল আহমেদ, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।

নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা