ভৈরবে ট্রেনে কাটা পড়ে বিভাটেক চালকের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৪:৪৩ | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২২, ১৪:২৩

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে রাজন মিয়া (২৭) নামে এক বিভাটেক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় মেঘনা রেলওয়ের সেতু সংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। তবে কোন ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে কেউ বলতে পারছে না।

নিহত রাজন মিয়া উপজেলার কালিকাপ্রসাদ এলাকার আবদুল হাইয়ের ছেলে।

নিহত রাজনের মা পহেলা বেগম জানান, তার ছেলের দুই স্ত্রী ছিল। গত সোমবার প্রথম স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়। আর বাড়িতে ফেরেনি। আজ তার মৃত্যুর খবর পাই।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদাউস আহমেদ বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :