বিধ্বস্ত অস্ট্রেলিয়া, ফাইনালে ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:২৯| আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪১
অ- অ+

যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি যুবাদের হারানো ভারতই গেল সেমিফাইনালে। তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলকে একপ্রকার উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারতীয় যুবারা। ৫ ফেব্রুয়ারির ফাইনালে এখন তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

৩৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে টস জিতে ব্যাটিংয়ে নামা ভারত। তবে সেখান থেকে দলকে উদ্ধার করে অধিনায়ক যশ ঢুল। তৃতীয় উইকেটে শাইক রশিদের সঙ্গে ঢুলের ২০৪ রানের জুটিই মূলত ভারতকে বড় সংগ্রহের রাস্তা তৈরি করে দিয়েছে।

১১০ বলে ১০ চার ও ১ ছক্কায় ১১০ রানে অপরাজিত থাকেন ঢুল। তার সঙ্গী রশিদ যদিও সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে আউট হয়ে যান। তাতেও অবশ্য বড় সংগ্রহ দাঁড় করাতে বেগ পেতে হয়নি ভারতকে। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তোলে তারা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। শুরুতেই উইকেট হারালেও অজিদের হয়ে প্রতিরোধ গড়ার আভাস দিয়েছিলেন ওপেনার ক্যাম্পবেল কেল্লাওয়ে আর তিনে নামা করি মিলার। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৯ রান যোগ করেন দুজনে। তবে মিলারের বিদায়ের পর পুরো ইনিংসে অস্ট্রেলিয়া আর জেতার পরিস্থিতি তৈরি করতে পারেনি।

৬৬ বলে ৫১ রানে ইনিংস খেলে শুধুই হারের ব্যবধান কমিয়েছেন লাচলান শো। ভারত ম্যাচ জেতে ৯৬ রানে। অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন ভারত অধিনায়ক ঢুল।

(ঢাকাটাইমস/০৩ফেব্রুয়ারি/এফআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা