শুক্রবারও সারাদেশে টিকা কার্যক্রম চলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৩
অ- অ+

করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে টিকা নিতে মানুষের চাপ তৈরি হওয়ায় শুক্রবার বন্ধের দিনও টিকা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ লক্ষ্যে শুক্রবার দেশের সব টিকাকেন্দ্রই খোলা থাকবে।

বৃহস্পতিবার সংবাদধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

এ কর্মকর্তা আরও জানান, ২৬ তারিখের পরে আর প্রথম ডোজের টিকা দেওয়া হবে না। তবে বিশেষ কারণে বাদ পড়াদের ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হবে।

নাজমুল ইসলাম বলেন, টিকা কেন্দ্রগুলোতে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু আগামী পরশুদিন প্রথম ধাপে প্রচুর পরিমাণে টিকা দেওয়া হবে। মানুষের যেহেতু চাপ আছে সেহেতু শুক্রবারও খোলা থাকবে।

২৬ তারিখের পরে আর অল্প পরিসরে টিকা দেওয়া হবে কি না এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, যদি খুবই প্রয়োজন থাকে... কিন্তু আমরা ২৬ তারিখের পরে আর কোনো গণটিকার ক্যম্পেইন করব না। যদি এমন কোনো প্রয়োজন হয় যে বিশেষ কারণে কোথাও ৫০০ লোক বাদ আছে তাহলে দেওয়া হবে। তবে এটা আর ক্যম্পেইন করে দেওয়া হবে না।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষার্থীদের জীবন রক্ষায় আত্মোৎসর্গকারী মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবির শ্রদ্ধা
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, নতুন ভর্তি ৩৩১
রজনীর পরিবারের পাশে বিএনপি নেতা সোহেল
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দুই জনকে ছাড়পত্র, চারজনের অবস্থা আশঙ্কাজনক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা