দুর্ঘটনায় ‘কাঁচা বাদামের’ ভুবন বাদ্যকর

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২২, ১৭:৫৮
অ- অ+

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ‘কাঁচা বাদাম’ গান খ্যাত ভূবন বাদ্যকর। সোমবার রাতে পশ্চিমবঙ্গের বীরভূমে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসা এখন চলমান রয়েছে।

সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া শিল্পী ভুবন বাদ্যকর সম্প্রতি গাড়ি কেনেন। গাড়ি চালানো শেখার সময়ই দুর্ঘটনার কবলে পড়েন। জানা যায় বুকে আঘাত পেয়েছেন তিনি। দুর্ঘটনার খবরে তার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতা কামনা করছেন।

বীরভূমের ভুবন আগে গান গেয়ে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। বাদাম বিক্রির ২০০-৩০০ টাকা দিয়ে সংসার চালাতেন তিনি।তবে সম্প্রতি তার গাওয়া কাঁচা বাদাম গানটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতেই কপাল খুলে যায় তার। একটি মিউজিক প্রযোজনা সংস্থার সঙ্গে গান করে তিন লাখ টাকা পান তিনি। মিউজিক কোম্পানিটি তার সঙ্গে একটি চুক্তিপত্রও স্বাক্ষর করেছে। একটি সাক্ষাৎকারে তিনি জানান, বাদাম বিক্রি বাদ দিয়ে গান গাওয়াটাকেই তার পেশা হিসেবে নেবেন।

ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/ওএফ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় কবর থেকে শহীদের মরদেহ উত্তোলনে বাধা
অধূমপায়ীদের সুরক্ষায় সিগারেটের করকাঠামো সংস্কারের দাবি
ব্যাংক এশিয়ার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৯ ও ২৮০তম শাখার উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা