মা হওয়ার পর শখের ‘ফাটাফাটি প্রেম’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০২২, ১৪:৩৯

গত বছরের ২৪ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। তারও কয়েক মাস আগে থেকে বিয়ে এবং নানা কারণে ছিলেন অভিনয়ের বাইরে। সব মিলিয়ে বহুদিন লাইট-ক্যামেরা সামনে দেখা যায়নি এই অভিনেত্রী। অবশেষে ফিরলেন নাটক ‘ফাটাফাটি প্রেম’ দিয়ে।

সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরায়। আসন্ন ঈদ উৎসবের জন্য এটি নির্মিত হচ্ছে। জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এখানে শখের বিপরীতে অভিনয় করেছেন আলভী। এ নাটকের মাধ্যমে বহুদিন পর চিরচেনা আঙিনায় ফিরলেন শখ।

এই অভিনেত্রী জানান, ‘অনেকদিন পর কাজে ফিরে বেশ ভালো লাগছে। পুরনো পরিবারে ফিরেছি। সবাই আমাকে এত সুন্দর করে স্বাগত জানাবে ভাবতেই পারিনি। খুব সুন্দর একটা কমফোর্ট জোনে কাজ করছি। বেবিকে সঙ্গে নিয়ে এসেছি শুটিংয়ে। তার পরও কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না।’

আসন্ন ঈদকে সামনে রেখে আরও কয়েকটি কাজ করবেন বলে জানান শখ। তবে তিনি বলেন, ‘খুব সিলেক্টিভ কাজ করতে চাই। গড়পড়তা কিছু করতে চাই না। চেষ্টা করবো এখন থেকে মনোযোগ দিয়ে নিয়মিত কাজ করার।’

শখ এও বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি, কারও জায়গা কেউ নিতে পারে না। আমি এত দিন কাজ করিনি। অনেক নতুন মুখ এসেছেন। কিন্তু আমার জায়গায় আমিই আছি। শখ তো একটাই। তার জায়গা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই।’

২০১৮ সালের পর হঠাৎই আড়ালে চলে যান শখ। মাঝেমধ্যে টুকটাক কাজ করলেও সেভাবে তার দেখা মেলেনি। সর্বশেষ ২০২০ সালে ‘মন চোর’ নামে একটি নাটকে তাকে দেখা যায়। ওই বছরেরই মে মাসে তিনি হুট করেই গাজীপুরের ব্যবসায়ী রহমান জনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন।

বিয়ের বছর ঘুরতেই শখের কোলজুড়ে আসে কন্যাসন্তান। সব মিলিয়ে নিজেকে এবং পরিবারকে সময় দিতেই বিরতি নিয়েছিলেন বলে জানান অভিনেত্রী। শখ এর আগে ২০১৬ সালে বিয়ে করেছিলেন অভিনেতা নিলয় আলমগীরকে। সে সংসার টিকেছিল মাত্র এক বছর।

ঢাকাটাইমস/১৮ মার্চ/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :