পারিবারিক বিরোধ: দুদিন পর নদীতে বাবা-মেয়ের লাশ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২২, ১৩:০০
অ- অ+

জামালপুরের সরিষাবাড়িতে নিখোঁজের দুদিন পর বাবা ও মেয়ের লাশ পাওয়া গেছে নদীতে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের ঝিনাই নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বইশি গ্রামের আব্দুল আজিজ (৩৫) ও তার মেয়ে জান্নাত (৫)।

সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, নিহতদের আত্মীয় পীর মাহমুদ, মর্জিনা বেগম, কাকুলী বেগম ও সোমা বেগম।

নিহতের ছোট ভাই আজিজুল হক জানান, এক মাস আগে তার ভাই সৌদি প্রবাসী আজিজ ছুটি নিয়ে বাড়িতে আসেন। পারিবারিক বিরোধের জেরে তাদের বড় ভাই আজাহারের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলাও হয়েছে।

এরই মধ্যে গত ২৯ মার্চ মঙ্গলবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে আজাহার ও তার লোকজন আজিজের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির সবাই পালিয়ে গেলেও আজিজ ও তার মেয়ে নদী পার হতে পারেনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা।

নিহতের স্ত্রী রোকেয়া বলেন, ‘আমার স্বামী ও সন্তান নিখোঁজের পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। অনেক খোঁজাখুঁজির পর আজ (বৃহস্পতিবার) সকালে নদীতে তাদের লাশ পাওয়া গেছে।’

পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ দুটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

(ঢাকাটাইমস/৩১মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‌্যাবে গুরুত্বপূর্ণ রদবদল: গোয়েন্দা, অপারেশন এবং র‌্যাব-১ এ নতুন নেতৃত্ব
হাসপাতালে যাওয়ার সময় সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১১- তমাল - নীলা সম্পর্কের অজানা অধ্যায়
সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে অচল সড়ক, যাত্রী ভোগান্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা