রূপগঞ্জে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২২, ১৭:৩৪
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল রশি দিয়ে হাত-পা বেঁধে ও পিস্তল ঠেকিয়ে বসতঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে। শুক্রবার ভোর তিনটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ট্যাংরারটেক কালি এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক বিল্লাল পাটোয়ারীর ছেলে সুমন মিয়া জানান, তাদের ট্যাংরারটেক কালী এলাকার নিজ বাড়িতে ভোর তিনটার দিকে চারটি মোটরসাইকেলে করে সাত-আটজনের একদল মুখোশধারী ডাকাত প্রবেশ করে। ডাকাত দল বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে তাকেসহ বাবা বিল্লাল পাটোয়ারী, মা সুফিয়া বেগম, ভাই মামুন ও এক বোনকে মাথায় পিস্তল ঠেকিয়ে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে ঘরের ভেতরে থাকা আলমারি ভেঙে ফেলে ডাকাত দল। আলমারিতে থাকা দেড় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক টাকা লুটে নেয়। এরপর পাশের ভাড়াটিয়া নিলুফা বেগমের ঘরে একই কায়দায় প্রবেশ করে তাদেরও অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর নিলুফা বেগমের ঘরে থাকা দুই ভরি স্বর্ণালঙ্কারসহ মালপত্র লুটে নিয়ে ডাকাত দল পালিয়ে যায়।

সুমন মিয়া আরো জানান, তাদের গ্রামটি এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে। এ সড়ক যোগে ডাকাতরা তাদের গ্রামে ঢুকে এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

নিয়মিত ভুলতা পুলিশ ফাঁড়ির নিয়মিত পুলিশ টহল ব্যবস্থা না থাকায় একের পর এক অপরাধ প্রবণতা বাড়ছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।

এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোনটি রিসিভ করেননি।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার নিক্কেই ফোরামে বক্তব্য দেবেন ড. ইউনূস
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বাবার ইন্তেকাল
৫৪ বছর এদেশের মানুষের জন্য বিগত সরকার কিছুই করতে পারেনি: শারমীন মুরশিদ
রাঘব-বোয়ালের দুর্নীতির তকমা অধিনস্থদের কাঁধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা