ইলন মাস্ক টুইটার অ্যাকাউন্ট সচল করলেও ফিরতে চান না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২২, ১২:৪৫
অ- অ+

ইলন মাস্কের মালিকানায় টুইটারে পুরাতন অ্যাকাউন্ট যদি সচল হয়, তাহলেও আপাতত টুইটারে ফেরার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটল ভবনে ট্রাম্পের উস্কানিতে তার সমর্থকরা হামলা করে। এ ঘটনার প্রতিক্রিয়ায় সংঘাত এড়াতে স্থায়ীভাবে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে অদ্যবধি ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় সচল করা হয়নি।

সম্প্রতি ৪ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে টুইটার ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। গতকাল সোমবার তার এই প্রস্তাবে রাজি হয়েছে টুইটার কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ইলন মাস্ক হয়ত ট্রাম্পের অ্যাকাউন্ট পুনরায় সচল করে দিতে পারেন।

এ বিষয়ে ফক্স নিউজের পক্ষ থেকে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। ট্রাম্প বলেন, ‘জনাব ইলন মাস্ক একজন ভালো মানুষ। সে এই প্ল্যাটফর্মের মান আরও বৃদ্ধি করবে। তবে আমি টুইটারে ফিরছি না। আমি ট্রুথ সোশ্যাল সামাজিক মাধ্যমেই থাকছি।’

ট্রুথ সোশ্যাল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্যম। এ প্ল্যাটফর্ম ব্যবহার করেই তিনি মার্কিন জনগণের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা ও তার পক্ষে জনমত তৈরির চেষ্টা করছেন।

বিবিসির পক্ষ থেকে ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে চাইলেও তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানাতে আগ্রহী হয়নি।

তবে মিং-চি কিউ নামে একজন প্রযুক্তিবিদ বিবিসিকে বলেন, ‘‘২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে ট্রাম্প হয়ত টুইটারে ফিরতেও পারেন। কারণ এত দ্রুত টুইটারের চেয়েও প্রভাবশালী সামাজিক মাধ্যম তৈরি করা ট্রাম্পের পক্ষ সম্ভব হবে না।’’

বর্তমানে টুইটারে ৯ দশমিক ১ শতাংশ শেয়ারের মালিক ইলন মাস্ক। এই মাধ্যমটির দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডারও তিনি।

টুইটার ক্রয়ের যৌক্তিকতা তুলে ধরে বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তিবিদ ইলন মাস্ক বলেন, টুইটারকে আরও বড় করতে চান তিনি। পাশাপাশি টুইটারে প্রত্যেকের বাকস্বাধীনতার নিশ্চিতের জন্য এটিকে ব্যক্তিগত করে নেওয়া প্রয়োজন ছিল।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা