এক রাতে ইউক্রেনের ৫০০ সেনা নিহতের দাবি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২২, ১৯:৪৮| আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ২০:২৬

স্থানীয় সময় সোমবার রাতে রুশ হামলায় ইউক্রেনের ৫০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। খবর বিবিসি।
এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ৮৭টি সামরিক স্থাপনায় বিমান বাহিনীর হামলায় ৫০০ সেনা নিহত হয়। এ ছাড়া, খারকিভ অঞ্চলের দুটি অস্ত্রের গুদামেও হামলা চালানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তাদের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি সংরক্ষণাগার এবং মেরামতের ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করা হয়।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/আরআর)

মন্তব্য করুন