পোল্যান্ড-বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২২, ১২:৩১
অ- অ+

স্থানীয় সময় বুধবার থেকে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করতে যাচ্ছে রাশিয়া। পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস সরবরাহ কোম্পানি পিজিনিগ এ তথ্য নিশ্চিত করেছে।

রাশিয়ার গ্যাস কোম্পানি গ্যাজপ্রমের পক্ষ থেকে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পৃথক বিবৃতিতে উভয় দেশের জ্বালানি মন্ত্রণালয় তা নিশ্চিত করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। এ ছাড়া, রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এসব নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়ায় ডলারের পরিবর্তে ‘অবন্ধু’ দেশগুলোর সঙ্গে রুবলে গ্যাসের লেনদেনের ঘোষণা দেয় রাশিয়া।

গত মাসে রুশ গ্যাস কোম্পানি গ্যাজপ্রম রুবলে গ্যাসের মূল্য পরিশোধের নতুন নিয়ম জারি করে। কিন্তু রুবলে গ্যাসের মূল্য পরিশোধে অস্বীকৃতি জানায় পোল্যান্ড ও বুলগেরিয়া। এরপরই গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গ্যাজপ্রম।

তবে রাশিয়ার গ্যাস ছাড়াই সংকট কাটিয়ে উঠতে পারবে বলে জানিয়েছে পোল্যান্ড ও বুলগেরিয়া।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা