ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২২, ১৬:২৮| আপডেট : ০৪ মে ২০২২, ১৬:৪০
অ- অ+

পশ্চিমা রাষ্ট্রগুলোর চাপ থাকা সত্ত্বেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বুধবার দুপুরে দেশটির পূর্ব উপকূলীয় সমুদ্রে পিয়ংইয়ং এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ান সামরিক বাহিনী। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এ নিয়ে চলতি বছরের পাঁচ মাসে ১৪বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি।

গত সপ্তাহেই পারমাণবিক শক্তিকে যতটা সম্ভব দ্রুততম গতিতে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তার মধ্যেই এই ক্ষেপনাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়া আবারও ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যা সিউল শনাক্ত করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী হামহাং এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ২টি নিক্ষেপ করা হয়।

ক্ষেপণাস্ত্র ২টি ছোড়ার পর প্রায় ১৯০ কিলোমিটার দূরে গিয়ে সমুদ্রে পড়ে এবং এর সর্বোচ্চ উচ্চতা ছিল ২০ কিলোমিটার।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকায় বুধবার দুপুরের দিকে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে। এই সুনান থেকেই গত ২৪ মার্চ ‘হোয়াসং-১৭’ নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।

আগামী ১০ মে দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল ক্ষমতা গ্রহণ করবেন। নতুন এই প্রেসিডেন্টের দায়িত্বে আসার মাত্র কয়েকদিন আগে কিম জং উনের শক্তি প্রদর্শনের এই পরীক্ষা দক্ষিণের ওপর অনেকটাই চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৪মে/ওএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তফসিল ঘোষণার আগে বছরের যেকোনো সময় ভোটার তালিকা করতে পারবে ইসি
থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া সেই যুবকের লাশ উদ্ধার
শীর্ষ সন্ত্রাসী জোসেফের সহযোগী পিচ্চি শাহীনসহ ৪ জন গ্রেপ্তার
প্রথম মৃত্যুবার্ষিকীতে শাফিন আহমেদকে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন পোস্ট আসিফের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা