মির্জাপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মে ২০২২, ২০:২২
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে থানা থেকে মাত্র পঞ্চাশ গজ দূরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ব্যবসাপ্রতিষ্ঠানের সাটারের তালা ভেঙে প্রবেশ করে প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি ওয়েলন্ডিং মেশিন নিয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলা সদরের বাওয়ার রোডের ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে এই চুরির ঘটনা ঘটে।

দোকান মালিক সোলাইমান জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যান। রাত দেড়টার দিকে ওই এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম তাকে ফোনে জানান, তার দোকান ঘরের তালা ভাঙা এবং সাটার কিছুটা উঠানো রয়েছে। পরে সোলাইমান এসে দেখতে পান তার দোকানের ওয়েলডিং মেশিন চোরের দল চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা বলে তিনি জানিয়েছেন।

এদিকে থানা থেকে মাত্র পঞ্চাশ গজ দূরে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় মির্জাপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৮মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা