চট্টগ্রামে চলন্ত বাসে পোশাককর্মীকে ধর্ষণচেষ্টা, চালক ও হেল্পার গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকায় চলন্ত বাসে এক পোশাককর্মীকে ধর্ষণচেষ্টা মামলায় চালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে হাটহাজারীর কুয়াইশ এলাকা থেকে বাসচালক আনোয়ার হোসেন টিপু (২৩) ও চাঁন্দগাওয়ের সিএন্ডবি এলাকা থেকে সহকারীকে (হেল্পার) (১৮) গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, বাসায় ফেরার পথে পোশাকর্মী তরুণীকে বাসে ধর্ষণচেষ্টা মামলায় বাসচালক আনোয়ারকে হাটহাজারী থেকে ও সহকারী জনি দাশ কে চাঁন্দগাওয়ের সিএন্ডবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাব্দে তারা বাসে ওই তরুণীকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, ১৯ মে রাতে নগরীর শাহ আমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। ছয় দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই তরুণী মঙ্গলবার বিকেলে বাসায় ফিরেছেন।
এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ওই তরুণী পুলিশকে জানিয়েছিলেন, তিনি বাস থেকে পড়ে গিয়েছিলেন। তখন ধর্ষণচেষ্টার কথা বলেননি বলে ওসি জানান।
তিনি আরও জানান, গাড়িটি সহকারী জনি চালাচ্ছিল। চালক দরজার সামনে এসে তরুণীকে স্টপেজে নামতে দেয়নি। একপর্যায়ে তরুণীকে বাসের পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সে বাস থেকে লাফ দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। প্রথমে চান্দগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর বাকলিয়া থানা-পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করায়। বুধবার (২৫ মে) দুপুরে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই তরুণী ধর্ষণের চেষ্টার অভিযোগ করেন। ওই রাতে থানায় মামলা হয়।
১৯ বছর বয়সী ওই তরুণী নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। চান্দগাঁও এলাকায় তার বাসা।(ঢাকাটাইমস/২৬মে/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

ফেনীতে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

সালথায় রুবায়েতের ৪১ মণ ওজনের গরু তোলা হবে কোরবানির হাটে

চুয়াডাঙ্গায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সালথায় ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরে সোহেল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ ভাই গ্রেপ্তার

গাজীপুরে বিপুল হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মুক্তাগাছার অটোরিকশা চালক কামাল হত্যা মামলার ৬ আসামি গ্রেপ্তার

পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ, স্মারকলিপি

চেক প্রতারণা: ব্যবসায়ী সুমন কান্তির ১০ মাসের কারাদণ্ড, ১৩ লাখ টাকা জরিমানা
