কানাডায় স্কুলের সামনে এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মে ২০২২, ১৬:৪১

কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোতে স্কুলের সামনে এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে স্থানীয় পুলিশ।

আলজাজিরা জানায়, বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। সে সময় ২০ বছর বয়সী এক যুবক বন্দুকসহ টরন্টোর উইলিয়াম জি ডেভিস জুনিয়র পাবলিক স্কুলের সামনের সড়কে আসে। সেখানে পুলিশের মুখোমুখি হওয়ার পর তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

ওই যুবক উইলিয়াম জি ডেভিস জুনিয়র স্কুল থেকে মাত্র ১৩০ মিটার দূরে ছিল। এ ছাড়া, ওই সড়কে আরও ৫টি স্কুল রয়েছে।

যুবককে মারার পর আশেপাশের সব স্কুল তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের ৩০০ মিটার এলাকা ঘিরে ফেলা হয়।

এক টুইটবার্তায় টরন্টো পুলিশের প্রধান জেমস রামের বলেন, ‘এই ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। এ কারণে এখন পর্যন্ত এ বিষয়ে তেমন কোনো তথ্য আমাদের হাতে নেই।’

তিনি আরও বলেন, আপাতত টরন্টোতে কোনো নিরাপত্তা সংকট নেই। কোনো নাগরিকের নিরাপত্তা সংকট তৈরি হলে তিনি জাতীয় জরুরি সেবা হেল্পলাইনে ফোন দিলে তৎক্ষণাৎ তাকে সাহায্য করা হবে।

এ ঘটনার তদন্তের জন্য অন্টারিও স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ) কে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এসআইইউ স্থানীয় সিটিভি নিউজকে জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করেছে।

(ঢাকাটাইমস/২৭মে/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :