ফারহানের স্ত্রীর ভূমিকায় গায়িকা পরশী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২২, ১৫:৪৬
অ- অ+

ছোটপর্দার এই সময়ের দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক ফারহান। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে শ্রুতিমধুর কণ্ঠের জাদুতে শ্রোতামহলে জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী পরশী। গানের বাইরে অভিনয়েও কুড়িয়েছেন প্রশংসা।

গত ঈদেও পরশী কাজ করেন একটি নাটকে। ‘মারিয়া ওয়ান পিস’ শিরোনামের সেই নাটকটি বেশ সাড়াও ফেলে। আগামী ঈদকে সামনে রেখে ফের নাটকে অভিনয় করছেন পড়শী। নাম ‘শাদি মোবারক’। সেখানে এই গায়িকা কাম অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে হালের সেনসেশন মুশফিক ফারহানকে।

সম্প্রতি রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে ‘শাদি মোবারক’ নাটকটির শুটিং হয়েছে। এটি পরিচালনা করেছে মাহমুদ মাহিন। একজন প্রবাসীর দেশে ফিরে বিয়ে এবং দাম্পত্য জীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় কেন্দ্র করে এগিয়েছে ঈদের জন্য নির্মিত এ নাটকের গল্প।

নাটকটি প্রসঙ্গে অভিনেতা মুশফিক ফারহান বলেন, ‘অ্যারেঞ্জ ম্যারেজের পরে রোমান্সের কিছু বিষয় দেখা যাবে এ নাটকে। শেষ দিকে একটি সচেতনতামূলক বার্তাও থাকবে। এমন গল্প ও আমার উপস্থিতি দুটোতেই নতুনত্ব আছে। আমার বিশ্বাস, ঈদে নাটকটি দেখে দর্শকের ভালো লাগবে।’

অন্যদিকে পড়শী বলেন, ‘এর আগে তিনটি নাটকে আমাকে পাওয়া গেলেও মূলত ‘মারিয়া ওয়ান পিস’-এ আমি নায়িকা চরিত্রে ছিলাম। নতুন নাটকেও তাই। এখানে আমাকে প্রবাসীর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। আশা করি, নাটকটি দর্শক পছন্দ করবেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে কোরবানির ঈদে ‘শাদি মোবারক’ নাটকটি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। এছাড়া নাটকটি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত করা হবে।

(ঢাকাটাইমস/০৯ জুন/এলএম/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে যুবদলের সম্মাননা
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উত্তরবঙ্গ-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ
ফ্রান্সের শেষ সংবাদপত্র ফেরিওয়ালা আলি আকবর পাচ্ছেন ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা
নির্বাচনে নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা