আরও একবার আমাদের বিজয় হলো: জায়েদ খান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২২, ১৩:১৮
অ- অ+

পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের আরও একবার বিজয় হলো বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য জায়েদ খান। শনিবার মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা বলেন।

ঢাকাটাইমসের সঙ্গে আলাপকালে এই চিত্রনায়ক আরও বলেন, ‘শত বাধা পেরিয়ে আজ আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। আমার টাকায় আমার পদ্মা সেতু। আমি খুব আনন্দিত এবং গর্বিত। পদ্মা সেতু আমাদের অহংকার। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তার দৃঢ় চেষ্টার ফসল আজকের পদ্মা সেতু। সি ইজ বেস্ট।’

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে গেছেন জায়েদ খান। শোবিজ থেকে সেখানে আরও আছেন চিত্রনায়ক রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, অভিনেত্রী নিপুণ আক্তার, শমী কায়সার, আফসানা মিমি, মেহের আফরোজ শাওন ও গীতিকার কবির বকুলসহ অনেকে।

(ঢাকাটাইমস/২৫ জুন/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েরশ্বর   
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা