মেয়র আতিকের উদ্যোগে বন্যার্তদের পাশে উত্তরাবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ জুন ২০২২, ২০:০৬

রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসিন্দাদের সহযোগিতায় সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার ২০০ পরিবারকে খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার উত্তরা ৪ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির মাঠে এই ত্রাণসামগ্রী প্যাকেজিং কার্যক্রম পরিদর্শন করেন মেয়র। পরে সংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সিলেটে এখন বন্যার পানি নেমে গেছে। এখন বন্যা দূর্গতদের সবচেয়ে বেশি দরকার শুকনো খাবার। তাই আমি আমার এলাকার বাসিন্দাদের আহ্বান জানিয়েছি দূর্গত মানুষদের সহায়তার জন্য। আহ্বানে সাড়া দিয়ে ২৭ লক্ষ টাকা অর্থ সহায়তা করেছেন ৪ নম্বর সেক্টরের বাসিন্দারা।’

মেয়র বলেন, ‘চাল, ডাল, আলু, তেল, ম্যাচ, ঔষধ, স্যালাইনসহ ১৬ রকমের খাবার সামগ্রী ১,২০০ পরিবারের মাঝে নৌবাহিনীর মাধ্যমে বিতরণের করা হবে। প্রতিটি প্যাকেটে বিভিন্ন প্রকারের মোট ২৭কেজি খাদ্য সামগ্রী রয়েছে। উত্তরা সেক্ট্রর-৪ কল্যাণ সমিতির তত্ত্বাবধানে এগুলোর প্যাকেজিং এর কাজ প্রায় শেষ পর্যায়ে। আজকেই এগুলো পাঠিয়ে দেয়া হবে।’

এ সময় যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী সম্মিলিতভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার আহ্বান জানান মেয়র আতিক।

প্যাকেজিং কার্যক্রম পরিদর্শনের সময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানসহ আরও উপস্থিত ছিলেন উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতির সভাপতি মো. আনিসুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্যরা।

(ঢাকাটাইমস/৩০জুন/কেআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

আজ যেসব অঞ্চলে ঝড় হতে পারে

সুন্দরবনের আগুন: খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচন: তিন দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নগর পরিকল্পনায় নারী পরিকল্পনাবিদদের এগিয়ে আসতে হবে: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

উন্নয়নশীল দেশগুলোকে সংগ্রাম করতে হচ্ছে: স্পিকার

‘ভোগ্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না’

গাজায় যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সুন্দরবনের আগুন আপাতত নিয়ন্ত্রণে, তবে ফের জ্বলে উঠতে পারে

আগামী বছরগুলোতেও এমন গরম আসতে পারে, প্রস্তুত থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

আরও তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে: নৌ প্রতিমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :