যে কারণে শিশুদের বয়সসীমা কমাতে চায় মন্ত্রিসভা কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২২, ০৮:২৮| আপডেট : ০৪ জুলাই ২০২২, ১১:১০
অ- অ+

দেশে কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় শিশুদের বয়সসীমা কমিয়ে আনার সুপারিশ করেছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

রবিবার সভা শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে কমিটির প্রধান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা বলেন। সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষিতে এই আলোচনা হয়েছে বলে জানান আ ক ম মোজাম্মেল।

মন্ত্রী বলেন, ‘আমরা এ বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এ নিয়ে পরবর্তী সময়ে আরও আলোচনা করা হবে।’

উল্লেখ্য, দেশে সম্প্রতি কিশোর অপরাধ বেড়ে গেছে। সর্বশেষ রবিবার রাতেও রাজশাহীতে এক কিশোরকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।

বর্তমানে আন্তর্জাতিক আইন অনুযায়ী ১৮ বছর পর্যন্ত শিশু হিসেবে গণ্য করা হয়ে থাকে। এদের যেকোনো অপরাধের বিচার হয়ে থাকে কিশোর আইনে। যদিও দীর্ঘদিন ধরেই দেশে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজির মতো অপরাধ ঘটিয়ে আসছে এই ‘শিশুরা’।

সভায় আসন্ন ঈদে মাওয়া এক্সপ্রেসওয়েতে ম্যানুয়াল টোলের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। তাই যত দ্রুত সম্ভব ডিজিটাল টোল সিস্টেম চালুর সুপারিশ করা হয় সভায়।

(ঢাকাটাইমস/০৪জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েরশ্বর   
আপনি এত বড় পরিবেশবাদী হয়ে গেছেন?, জামায়াত আমিরকে ইঙ্গিত করে রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা