বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আবু ছালেহ আর নেই

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২২, ২২:৫৩
অ- অ+

চলে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর কদম মোবারক মসজিদ মাঠে প্রথম এবং সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা আবু ছালেহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম- মুক্তিযুদ্ধ ‘৭১। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী এক যৌথ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, আবু ছালেহ ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে অংশগ্রহণ করে সাতকানিয়া-কুতুবদিয়া-চকরিয়া (এন-ই-১৬০) উপজেলার এম.এন.এ নির্বাচিত হন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম দক্ষিণ ও পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও জেলা ছাত্রলীগ সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের এই সংগঠক।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা 
আমরা বারবার সাপ-লুডুর কাটায় পড়ে নিচে নামি: নজরুল ইসলাম খান
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা