জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে সবার মনেই প্রশ্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। কিন্তু বাংলাদেশে গতকাল রাত বারটা থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে। এই দাম বৃদ্ধির হার প্রায় ৪২ শতাংশ। লিটার প্রতি পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। পেট্রল ও অকটেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বৃহস্পতিবার জ্বালানি তেলের দাম ছিল গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে। ব্যবসায়ীরা চলতি বছরের শেষ দিকে বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা করছেন। এতে জ্বালানির চাহিদা কমবে—এমন শঙ্কার কারণে কমছে তেলের দাম। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার বেঞ্চমার্ক ব্রেন্ড ক্রুড প্রতি ব্যারেল ২ দশমিক ৭৫ শতাংশ বা ২ দশমিক ৬৬ ডলার কমে ৯৪ দশমিক ১২ ডলারে বিক্রি হয়েছে, যা গত ১৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন দর। এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর ২ দশমিক ১২ শতাংশ বা ২ দশমিক ৩৪ ডলার কমে ছিল ৯৩ দশমিক ১০ ডলার।
তাহলে কি কারণে ৪২ থেকে ৫০ শতাংশ দাম বাড়ানো হলো এমন প্রশ্ন ঘুরছে সবার মনে।
লেখক: সাবেক সিনিয়র সচিব

মন্তব্য করুন