তুরাগে ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ১২:০০| আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৩:৩৫
অ- অ+

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে লাগা আগুনে দগ্ধ আল আমিন নামে আরও একজন মারা গেছেন।

সোমবার রাত পৌনে চারটার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৭৫ শতাংশ দগ্ধ ছিল।

মঙ্গলবার সকালে মৃত আল আমিনের স্ত্রী রাশিদা বেগম ঢাকা টাইমসকে মৃত্যুর কথা নিশ্চিত করেন।

মঙ্গলবার সকালে চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘দগ্ধ বাকি দুইজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা ভালো নয়।’

আল আমিনকে নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়াল। বাকি দুইজনের শারীরিক অবস্থাও ভালো নয় বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।

মৃত আল আমিন শেরপুর সদর উপজেলার লাল মিয়ার ছেলে। তার একটি মেয়ে সন্তান রয়েছে। তিনি পরিবার নিয়ে রাজধানীর তুরাগ থানার কামারপাড়া ভাবনারটেক এলাকায় থাকতেন। তুরাগ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন আল আমিন।

গত শনিবার তুরাগ থানার কামারপাড়া রাজাবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে আটজন দগ্ধ হয়েছিলেন।

(ঢাকাটাইমস/০৯ আগস্ট/এএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা