বুকে কাঁপন ধরানো দুই মিনিট (ট্রেলার)

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২, ১৬:২৯
অ- অ+

‘পরাণ’ এখনো সদর্পে সিনেমা হলে চলছে। এরই মধ্যে সিনেমাটির পরিচালক রায়হান রাফি তার পরবর্তী সিনেমা ‘দামাল’ মুক্তির তারিখ ঘোষণা করেছেন। আসছে ২৮ আগস্ট মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার এনাউন্সমেন্ট ট্রেলার মঙ্গলবার সন্ধ্যায় ‘চ্যানেল আই’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

বুকে কাঁপন ধরানো দুই মিনিট দৈর্ঘ্যের ট্রেলারে মুক্তিযুদ্ধ, সাধারণ মানুষের আত্মত্যাগ, হানাদার বাহিনীর বর্বরতা এবং ১৯৭১ সালে স্বাধীন বাংলা ফুটবল দলের নানারকম অবদান ফুটে উঠেছে।

সিনেমায় মুক্তিযুদ্ধের গল্প পরিপূর্ণ না পাওয়ার ব্যাপারে দর্শকদের দীর্ঘদিনের যে অভিযোগ সেটা অনেকটা ঘোচাতে যাচ্ছে ‘দামাল’। ট্রেলারে এমন আভাসই পাওয়া গেছে। খিজির হায়াত পরিচালিত ‘জাগো’র আরও একটি স্পোর্টস ড্রামা সিনেমা ‘দামাল’।

নির্মাতা রায়হান রাফী ফেসবুকে ট্রেলারটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘হোক সে যোদ্ধা বা খেলোয়াড়, লড়াইয়ে এক বিন্দু দেয় না ছাড়! খেলার মাঠ হোক বা যুদ্ধের ময়দান- কেউ কারে নাহি ছাড়ে, যায় যদি যাক প্রাণ।’

ফরিদুর রেজা সাগরের মূল গল্প অবলম্বনে যৌথভাবে সিনেমার চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও নাজিম উদ দৌলা।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, পূজা ও বৃষ্টিসহ অনেকে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএম/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা