চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২২, ১৮:১২
অ- অ+

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বুধবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড উপজেলার হিংগারপাড়ার বাসিন্দা হাসনাত কবির দিপু (৩৫) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আটমাইল-নবীনগর গ্রামের বাসিন্দা মফিজ উদ্দিন (৪০)। আহত চুয়াডাঙ্গা সদর উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ইকরামুল হককে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, দুপুরে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ঝিনাইদহের হিংগারপাড়ায় ফিরছিলেন হাসনাত কবির দিপু। এসময় ছয়মাইল নামে পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা জেআর পরিবহনের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, আলমসাধুযোগে ঝিনাইদহ জেলা শহরের দেখে যাওয়ার সময় ডাকবাংলা কৃষি ফার্মের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার পাশে পড়ে যান

আলমসাধুর চালক একরামুল হক ও আরোহী মফিজ উদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিজ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, বাসটি আটক করে থানায় নেয়া হয়েছে। বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা 
আমরা বারবার সাপ-লুডুর কাটায় পড়ে নিচে নামি: নজরুল ইসলাম খান
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা