সিসিটিভির ফুটেজে শনাক্ত, যুবক বললেন, ‘১৫ নয়, সাড়ে ১২ লাখ টাকা চুরি করেছি’

আব্দুর রশিদ শাহ্, নীলফামারী
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৮
অ- অ+

মামলা হওয়ার এক ঘণ্টার মধ্যেই চুরি হওয়া টাকাসহ জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নীলফামারী সদর থানার পুলিশ।

বুধবার দুপুরে গ্রেপ্তার আনোয়ারুল হককে(৩০) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

সে জেলা শহরের সুটিপাড়া পুর্ব কুখাপাড়া কৈপাড়া এলাকার আইউব আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতে তার ডিউটি চলাকালে কোনো এক সময় উত্তরা ইপিজেডের এক্সপোলিং ইন্ডাস্ট্রির আলমিরা থেকে ১৫ লাখ টাকা চুরি হয় মর্মে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতে নীলফামারী থানায় অভিযোগ করেন ওই কোম্পানির চেয়ারম্যান কামরুল হামিদ।

তাৎক্ষণিক উত্তরা ইপিজেডে গিয়ে প্রতিষ্ঠানটির সিসিটিভির ফুটেজ সংগ্রহের পর চোর শনাক্তকরণের কাজ শুরু হলে ঘটনায় জড়িত আনোয়ারুল হককে শনাক্ত করে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে আনোয়ারুলের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে চুরি হওয়া টাকার মধ্যে ১১ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, ১৫ লাখ টাকা চুরির অভিযোগ দেওয়া হলেও ঘটনায় জড়িত ব্যক্তি সাড়ে ১২ লাখ টাকা চুরি করেছে বলে আমাদের জানিয়েছে। বাকি টাকা সে খরচ করেছে বলেও জানায় সে।

মামলা রুজু হওয়ার এক ঘণ্টার মধ্যেই আমার সঙ্গীও ফোর্স চুরি হওয়া টাকা উদ্ধারসহ জড়িত ব্যক্তিকে ধরতে আমরা সক্ষম হই।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা