চাঁদপুরে ডাকাতি মামলায় আ.লীগ নেতা সালাহউদ্দিন আটক

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪১ | প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৭

চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতি মামলায় সালাহ উদ্দিন সরদার নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আটক করে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি।

তিনি চাঁদপুরের হাইমচরের কামাল সরদারের ছেলে। নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। মামলার বাদী ভুক্তভোগী ট্রলার মালিক সাদ্দাম।

জানা গেছে, ডাকাতি মামলার অন্যতম আসামি সোহাগ বেপারীর স্বীকারোক্তিতে মোট ৮ থেকে ১০ জনের মধ্যে ৪র্থ আসামি সালাহউদ্দীনকে আটক করা হয়।

চাঁদপুর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাবুল বালা বলেন, সালাহউদ্দিন সরদারকে ডাকাতি মামলায় আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনার দুর্গমচরে প্রায় সাড়ে ৪৮ একর সরকারি খাসজমি আত্মসাতের অভিযোগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাই ডা. জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুসহ যে ২৫ জনের বিরুদ্ধে জেলা প্রশাসক দেওয়ানি মামলা করা হয়েছে সেখানেও এই সালাহউদ্দিন সরদারের নাম রয়েছে।

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :