চুয়াডাঙ্গায় ডেঙ্গু আক্রান্ত ৫ রোগী হাসপাতালে ভর্তি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীসহ পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। পাঁচজনই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, চলতি মাসে ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে একজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি পাঁচজন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভর্তি রোগীদের মধ্যে রয়েছেন, সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের আজিবারের ছেলে তোতা মিয়া (৪২), দামুড়হুদার আনোয়ারপুর গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী শিউলী খাতুন (৫৫), সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামের প্রয়াত কাতব আলীর ছেলে আব্দুল হামিদ (৩৮), সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মসলেম উদ্দিনের ছেলে ফারুক হোসেন (৩০) ও চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ার অ্যাডভোকেট শাহরিয়ার নেওয়াজ অভি (৩২)।
এছাড়াও চুয়াডাঙ্গা শহরের সদর হাসপাতাল এলাকার প্রয়াত মিঠুর ছেলে কলেজছাত্র তোহাকে (২২) সদর হাসপাতাল থেকে ছাত্রপত্র দেওয়া হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, চলছি মাসে যে ৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে এসেছেন তারা সবাই ঢাকায় থাকেন। বাড়িতে আসার পরই ডেঙ্গুর লক্ষণ দেখা দেয়। পরে তাদের শরীরে ডেঙ্গু সনাক্ত করা হয়।
সরেজমিনে দেখা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। পুরুষ-মহিলা মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত একজন করে নারী-পুরুষ মশারী টাঙ্গিয়ে সাধারণ রোগীদের মধ্যেই চিকিৎসা নিচ্ছেন। বাকি ৩ জন কেবিনে চিকিৎসাধীন।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু রোগীর জন্য আলাদা জোন খোলা হয়েছে। মেডিসিন ওয়ার্ডের ৪ নং কেবিনটিতে ডেঙ্গুর রোগীদের চিকিৎসা চলবে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, এডিস মশা হাসপাতালের ওয়ার্ডে থাকলে এক রোগী থেকে অন্য রোগীতে জীবাণু ছড়াতে পারে। তাই ডেঙ্গু আক্রান্ত রোগীরা মশারীর ভেতর রয়েছে। এছাড়া হাসপাতালে রোগীদের জন্য আলাদা ডেঙ্গু জোন করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/এসএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

কলকাতার অতিথিদের নিয়ে রাজশাহীর বিশিষ্টজনদের প্রীতি সম্মিলনী

আবারো বাউফলে এমপি-উপজেলা চেয়ারম্যান পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, উৎকণ্ঠায় এলাকাবাসী

বঙ্গবন্ধুর সমাধিতে সিরাজগঞ্জ জেলা আ.লীগের শ্রদ্ধা

গাইবান্ধায় ইজিবাইক ছিনতাই করে যুবককে শ্বাসরোধ করে হত্যা

বিজিবি-বিজিপি অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক

‘বিএনপির আন্দোলন-সংগ্রাম শেষ’

দিনাজপুরে বিআরটিসি বাস-পিকআপের সংঘর্ষে নিহত ৩

চিত্রনায়িকা মাহির পর এবার জামিন পেলেন স্বামী রকিব

মৌলভীবাজারে ৩ ডাকাতকে আটক
