মিষ্টি-ফুল নিয়ে ফুটবলার মাছুরার বাড়িতে ডিসি, মুছে দিলেন ক্রস চিহ্ন

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইম
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫২| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৪:০৫
অ- অ+

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী সাতক্ষীরার ফুটবলার মাছুরা পারভীনের বাড়িতে মিষ্টি ও ফুল নিয়ে গেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় তিনি ঘরের দেয়ালে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের দেওয়া ক্রস চিহ্ন মুছে দিয়েছেন। জানিয়েছেন, তার বাড়িটি উচ্ছেদ হচ্ছে না।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিনেরপোতা এলাকায় মাছুরার বাড়িতে গিয়ে তার পরিবারকে শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক বলেন, মাছুরার বাড়িটি সড়ক ও জনপদ বিভাগ ভাঙবে না। যতদিন পরিবারটির স্থায়ী বসবাসের ব্যবস্থা করা না যায় ততদিন ঘরটি ভাঙা যাবে না। সড়ক ও জনপথ বিভাগকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মাছুরার বাবা রজব আলী, মা ফাতেমা বেগম ও দুই বোন সুমাইয়া ও সুরাইয়া পারভীনের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক।

মাছুরার পরিবার জানায়, ২০২০ সালে শহরের বিনেরপোতা এলাকায় সড়কের পাশে তাদের আট শতক সরকারি জমি বন্দোবস্ত দেয় জেলা প্রশাসন। সেখানে একটি ঘর বানিয়ে থাকছেন তারা। তবে মাস দুয়েক আগে সড়ক বিভাগ তাদের ঘরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এজন্য তারা লাল রঙে ক্রস চিহ্ন দিয়ে গিয়েছিল।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা