সফি মণ্ডলের সঙ্গে গাইবেন আলমিনা নিতু

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:০২| আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৫
অ- অ+

বাউল শফি মণ্ডলের সঙ্গে গান গাইবেন এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী আলমিনা নিতু। ‘ওয়ালটন এশিয়ান মিউজিক লাইভ’ অনুষ্ঠানটিতে আলমিনা নিতু বাংলাদেশের মাটির গান অর্থাৎ লোকসংগীতের বিভিন্ন ধারার জনপ্রিয় কিছু গান পরিবেশন করবেন।

সকলের কাছে দোয়া চেয়ে আলমিনা নিতু বলেন, ‘সাধুগুরু বাউল শফি মণ্ডল বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। যার গান সারা বিশ্বের মানুষ পছন্দ করে। তিনি বাংলাদেশের লোকসংগীতকে বিশ্বের দরবারে প্রচারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সুতরাং তার সঙ্গে লাইভে গান পরিবেশন করা অত্যন্ত সাহসের ও যোগ্যতার ব্যাপার।’

আলমিনা নিতু আরও বলেন, ‘আমি লোকসংগীত নিয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি ইউডা ইউনিভার্সিটিতে। গানই আমার জান, গানই আমার প্রাণ। বাংলাদেশের লোকসংগীত আমার সত্তায় ধারণ করি। আমি একজন প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে চেষ্টা করব বাউল সাধুগুরু শফি মণ্ডলের পাশাপাশি জনপ্রিয় লোকসংগীত পরিবেশনের জন্য।’

নিতু জানান, শনিবার রাত ১০টা ৫০ মিনিটে ‘ওয়ালটন এশিয়ান মিউজিক লাইভ’ অনুষ্ঠানটি প্রচারিত হবে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএম/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
দেশের কোথাও ‘চরমোনাইকে’ মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি ওলামা দলের
রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা