নোয়াখালীতে বজ্রপাতে গরুসহ গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:০০| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৫
অ- অ+

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে সবিতা রানী দাস (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনায় মারা গেছে তার সঙ্গে থাকা একটি গরুও।

সোমবার বেলা ১১টার দিকে পশ্চিম চরবাটা এলাকার শীবচরণ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সবিতা রানী দাস ওই গ্রামের পবিত্র দাসের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে উপজেলায় থেমে থেমে বৃষ্টি হয়। এর কিছুক্ষণ পর থেকে ভারী বর্ষণ ও বজ্রপাত শুরু হয়। ভারী বর্ষণ ও বজ্রপাতের কারণে বাড়ির পাশের মাঠে থাকা গরু আনতে মাঠে যান সবিতা। মাঠ থেকে গরু নিয়ে বাড়িতে আসার পথে মাঠের মধ্যে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে সবিতা ও তার সাথে থাকা গরুটি মারা যায়।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা