স্ত্রীকে তালাক দিলেন ক্রিকেটার আল আমিন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০২২, ১৫:৩১| আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৬:০৮
অ- অ+

বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের কারণে স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটার আল আমিন হোসেন। আজ (বৃহস্পতিবার) আদালতে দেয়া লিখিত জবাবে এ তথ্য জানানো হয়েছে।

টাইগার ক্রিকেটার আল আমিনের আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান জানিয়েছেন, স্ত্রীর করা মামলায় আল আমিন বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে হাজিরা দিতে যান। এরপর আইনজীবীর মাধ্যমে আদালতে লিখিত জবাব দাখিল করেন। গত ২৫ আগস্ট তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন বলে সেখানে উল্লেখ করা হয়েছে। তবে তার তালাকের কাগজ পাননি এখনও।

তালাকের বিষয়ে স্ত্রী ইসরাত জাহানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি আল আমিনের কাছ থেকে তালাকের বিষয় সংক্রান্ত কোনো কাগজপত্র পাইনি। আমাকে ন্যায়বিচারও দেওয়া হচ্ছে না। আমি ন্যায়বিচার চাই।

উল্লেখ্য, সেপ্টেম্বরের শুরুতে জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিনের বিরুদ্ধে ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালানোর অভিযোগ করা হয়। মিরপুর থানায় স্ত্রী ইসরাত জাহানের করা অভিযোগটি রাতেই মামলা হিসাবে অন্তর্ভুক্তও করা হয়ে।

(ঢাকাটাইমস/০৬অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’
ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা