এটাই আমার শেষ বিশ্বকাপ: মেসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ১০:১৬
অ- অ+

আসছে কাতার বিশ্বকাপে হট ফেবারিট দল হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দল। আর এবারই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবেন ফুটবললের রাজপুত্র লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ নিজের শেষ বিশ্বকাপ বলে জানিয়ে দিয়েছেন মেসি।

এ বিষয়ে সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি বলেন, ‘কাতার বিশ্বকাপ আমার শেষ বিশ্বকাপ। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’ তবে আগামীতে পিএসজি নাকি বার্সেলোনার জার্সিতে দেখা যাবে মেসিকে- সেটা এখনও নিশ্চিত করে জানাননি। ২০২৩ সালে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আর্জেন্টাইন মহাতারকা।

টানা ৩৫টি ম্যাচ অপরাজিত থেকে কাতার বিশ্বকাপে অংশ নিচ্ছে আর্জেন্টিনা। তাই আসন্ন বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আসন্ন বিশ্বকাকে নিজেদের প্রত্যাশা নিয়ে লিওনেল মেসি বলেন, ‘একটা বিশ্বকাপে যে কোনো কিছুই ঘটতে পারে। প্রতিটি ম্যাচই হয় খুব কঠিন। ফেবারিটরা সব সময় জয় নিয়ে মাঠ ছাড়তে পারে না।’

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা