ইউএনও আসার খবরে পালালো বর-কনে, ধরে এনে বরের কারাদণ্ড

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২২, ২১:৫১

গোপনে বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে বিয়েবাড়িতে পুলিশ নিয়ে হাজির ইউএনও। সেই খবর পেয়ে বাড়ির পেছনের গোপন দরজা দিয়ে পালিয়ে যায় বর-কনে। কৌশলে বর-কনেকে ধরে এনে বাল্যবিয়ের অপরাধে বর মওলাকে (১৮) তিন মাসের কারাদণ্ড মেয়ের অভিভাবককে হাজার টাকার জরিমানা করেছেন ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

শুক্রবার রাত ৮টায় দিনাজপুরের বিরামপুর পৌরশহরের চকপাড়া শাহিনপুকুর মহল্লায় ঘটনা ঘটে।

কারাদণ্ডপ্রাপ্ত বর একই জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে। কনে (১৪) চকপাড়া শাহিনপুকুর মহল্লার বাসিন্দা।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, পৌরশহরের চকপাড়া শাহিনপুকুর মহল্লায় বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে হাজির হই। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর-কনে, বরযাত্রী কাজীসহ অনেকে পালিয়ে যায়। পরে কনের অভিভাবকের সাথে কৌশলে কথা হলে বর-কনেকে সেখানে হাজির করা হয়। কনের বয়স ১৪ বছর বরের বয়স ১৮ বছর। এসময় সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়ের অপরাধে বর মো. মওলাকে মাসের বিনাশ্রম কারাদণ্ড মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার প্রস্তুতির অপরাধে কনের অভিভাবককে হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :