সিনিয়র সচিব হলেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের কামাল হোসেন

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
তাঁর চাকরি একই বিভাগে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ২ নভেম্বর থেকে কার্যকর হবে।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. কামাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবহিসেবে দায়িত্ব দেওয়া হয়।
কামাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো কেমিস্ট্রি বিভাগ হতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়া মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের ৯ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে চাকরিজীবন শুরু করেন। মাঠ পর্যায়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ ও নোয়াখালী জেলায় কর্মরত ছিলেন।
কামাল হোসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক, স্কীলস ডেভলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
(ঢাকাটাইমস/১নভেম্বর/এসএস)

মন্তব্য করুন