আ.লীগ নেতা দুরন্ত বিপ্লব হত্যা মামলার তদন্তে পিবিআইকে চায় পরিবার

আওয়ামী লীগ নেতা ও কৃষি উদ্যোক্তা দুরন্ত বিপ্লবকে হত্যার ঘটনায় করা মামলার তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন—পিবিআইয়ের কাছে নিতে চায় তার পরিবার। এমন আবেদনে নিয়ে দুরন্তের বোন শাশ্বতী বিপ্লব পুলিশের মহাপরিদর্শক (আইজপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের দপ্তরে চিঠি দিয়েছেন।
শনিবার বিকালে শাশ্বতী বিপ্লব মুঠোফোনে ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে আমি একটি হত্যা মামলা করেছি। মামলাটি বর্তমানে পাগলা নৌ পুলিশ ফাঁড়ি তদন্ত করছে। তবে আমি মামলাটির অধিকতর তদন্তের জন্য পিবিআইয়ের কাছে নেওয়ার জন্য আবেদন করেছি।’
গত ৭ নভেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জের ভাড়া বাসা থেকে মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে মায়ের বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন দুরন্ত বিপ্লব। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ৯ নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে বিপ্লবের পরিবার।
ঢাকা টাইমসকে ভাই দুর্জয় বিপ্লব বলেন, ‘চার বছর আগে আমার ভাই চার বন্ধুর সঙ্গে মিলে দক্ষিণ কেরানীগঞ্জে একটি কৃষি খামার গড়ে তোলেন। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন আমার ভাইকে হত্যা করা হয়েছে। এখন কারা, কেন, কী কারণে তাকে হত্যা করেছে, সেটি খুঁজে বের করা পুলিশের কাজ।’
গত ১৩ নভেম্বর বুড়িগঙ্গা নদী থেকে দুরন্ত বিপ্লবের লাশ উদ্দঅর করে নারায়ণগঞ্জের পাগলা নৌফাঁড়ি। ওইদিনই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে দুরন্ত বিপ্লবের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মফিজ উদ্দিন প্রধান সেদিন সাংবাদিকদের জানান, দুরন্ত বিপ্লবকে মাথায় ও বুকে আঘাত করে হত্যা করা হয়েছে। সমান কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। মাথার পেছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান ঢাকা টাইমসকে বলেন, ‘গত ১৪ নভেম্বর নিহতের বোন একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্তের জন্য আমরা নৌ পুলিশের কাছে পাঠায়। সেটির তদন্ত করছেন পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শাহজাহান আলী মন্ডল।’
মামলাটির তদন্ত অগ্রগতির বিষয়ে জানতে চাইলে এসআই শাহজাহান আলী মন্ডল শনিবার বিকালে ঢাকা টাইমসকে বলেন, ‘আমি মামলাটির তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন এখনো হাতে পাইনি। সেটি পেতে অপেক্ষা করছি।’
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এএ/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত
বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

আদালতের আদেশ মানছে না পাট অধিদপ্তর, কথা বলতেই রাজি নন ডিজি

রোজা-ঈদ: ছিনতাই-ডাকাতি ঠেকাতে ঢাকাজুড়ে নজরদারি

কাজ অসমাপ্ত রেখে প্রকল্প সমাপ্ত

তাহলে ৪৪৭ কোটি টাকার ট্যাবের কী হবে

পথে নামলে সংসার চলে আব্দুল আলীর

রাজধানীজুড়ে মোটরসাইকেলের বেপরোয়া হর্ন, কে থামাবে?

টিকে থাকার লড়াইয়ে পোশাক শিল্প

‘ইয়াবা কারবারে’ কম্পিউটার অপারেটরের শতকোটি টাকার সম্পদ

বিদ্যুতে ভর্তুকির চাপ
