আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি, খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২২, ১৫:৪৮

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে খাগড়াছড়ি’র মাটিরাঙায় ১৪৪ ধারা চলছে। সোমবার ভোর ৬টা থেকে বাজার ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা কার্যকর করা হয়েছে। ফলে সড়কে যানবাহন ও মানুষের চলাচলও অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে’ সোমবার মাটিরাঙা পৌরসভার সামনে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। অন্যদিকে কাছাকাছি স্থানে পৌর বিএনপির কাউন্সিলের আয়োজন করা হয়। একই দিনে ও কাছাকাছি স্থানে সমাবেশকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এরপ্রেক্ষিতে মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃলা দেব ১৪৪ ধারা জারি করেন।

১৪৪ ধারা জারির আওতায় সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাটিরাঙা বাজার ও তার আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং, লোকসমাগম এবং চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :