কেরাণীগঞ্জে মাদক চোরাকারবারের অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২২, ২১:৪৫
অ- অ+

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে মাদক চোরাকারবারির অভিযোগে তিনজনকে আটক করেছে র‌্যাব-১০। আটক আসামিরা হলেন-মো. সালাউদ্দিন, মো. আব্দুল আলিম ও মো. ফয়সাল করিম। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যক্তিগত গাড়ি, তিনটি মুঠোফোন ও নগদ ৪৬০ টাকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি দল ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ, ইকুরিয়া ও তেঘরিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ৯৭ লাখ টাকা দামের ৯৭০ গ্রাম হেরোইনসহ মো. সালাউদ্দিন, মো. আব্দুল আলিম ও মো. ফয়সাল করিম নামের তিন মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

আটক আসামিদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক চোরাকারবারি। এরা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ব্যক্তিগত গাড়িতে করে দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা