বিপুল সংখ্যক ক্যাডার পদ নিয়ে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে বুধবার

বিপুল সংখ্যক ক্যাডার পদ নিয়ে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে। আজ বুধবার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে বলে পিএসসি সূত্রে জানা গেছে।
জানা গেছে, ইতিমধ্যে ক্যাডার পদ নির্দিষ্ট করে দেয়া হয়েছে। তবে নন-ক্যাডার পদের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে আজ। বুধবার দুপুরে পিএসসিতে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এই সভায় ৪৫তম বিসিএসের ক্যাডার ও নন–ক্যাডার পদের সংখ্যা নির্দিষ্ট করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) দুই হাজার ৩০৯টি পদের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।
চাহিদাপত্রে ক্যাডার পদ নির্দিষ্ট করা হলেও নন-ক্যাডারের পদ নির্দিষ্ট করা হয়নি। তবে এতে গত পাঁচ বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি ক্যাডার পদ থাকছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৪৫তম সাধারণ বিসিএসে ২৩টি ক্যাডারে জনবল নেয়া হবে। এতে মোট ক্যাডার পদ থাকছে ২ হাজার ৩০৯টি। সবচেয়ে বেশি ৫৩৯ জন নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, যার মধ্যে সহকারী সার্জন ৪৫০ জন ও ডেন্টাল সার্জন ৭৯ জন।
অন্যান্য ক্যাডারে শিক্ষায় রয়েছে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, কর-এ ৩০ জন ও পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জন।
পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘৪৫তম বিসিএস পরীক্ষা পরবর্তী এক বছরের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে। সে কারণে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হবে।
পরীক্ষক যাতে দ্রুত খাতা মূল্যায়নের কাজ শেষ করেন সে জন্য সবাইকে ডেকে অনুরোধ করা হয়েছে বলে জানান সোহরাব হোসাইন।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এফএ)
সংবাদটি শেয়ার করুন
চাকরির খবর বিভাগের সর্বাধিক পঠিত
চাকরির খবর এর সর্বশেষ

অভিজ্ঞতা ছাড়াই অধূমপায়ীদের চাকরি দেবে আকিজ গ্রুপ

আকিজ বিড়ি ফ্যাক্টরিতে চাকরির সুযোগ

এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ সময় ২৭ মে

ভালো বেতনে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে দুপুরের খাবার

বাংলাদেশ অফিসে জনবল খুঁজছে প্ল্যান ইন্টারন্যাশনাল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

স্বল্প খরচে উচ্চ বেতনে দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ

বিদেশি সংস্থায় চাকরি, বেতন দেড় থেকে পৌনে ২ লাখ
