বিপুল সংখ্যক ক্যাডার পদ নিয়ে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২২, ০৯:৪৯| আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১১:৫৮
অ- অ+

বিপুল সংখ্যক ক্যাডার পদ নিয়ে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি আসছে। আজ বুধবার পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) বিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

জানা গেছে, ইতিমধ্যে ক্যাডার পদ নির্দিষ্ট করে দেয়া হয়েছে। তবে নন-ক্যাডার পদের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে আজ। বুধবার দুপুরে পিএসসিতে বিশেষ সভা অনুষ্ঠিত হবে। এই সভায় ৪৫তম বিসিএসের ক্যাডার ও নন–ক্যাডার পদের সংখ্যা নির্দিষ্ট করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) দুই হাজার ৩০৯টি পদের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে।

চাহিদাপত্রে ক্যাডার পদ নির্দিষ্ট করা হলেও নন-ক্যাডারের পদ নির্দিষ্ট করা হয়নি। তবে এতে গত পাঁচ বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি ক্যাডার পদ থাকছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৪৫তম সাধারণ বিসিএসে ২৩টি ক্যাডারে জনবল নেয়া হবে। এতে মোট ক্যাডার পদ থাকছে ২ হাজার ৩০৯টি। সবচেয়ে বেশি ৫৩৯ জন নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে, যার মধ্যে সহকারী সার্জন ৪৫০ জন ও ডেন্টাল সার্জন ৭৯ জন।

অন্যান্য ক্যাডারে শিক্ষায় রয়েছে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, আনসারে ২৫, কর-এ ৩০ জন ও পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জন।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ‘৪৫তম বিসিএস পরীক্ষা পরবর্তী এক বছরের মধ্যে শেষ করার চেষ্টা করা হবে। সে কারণে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া হবে।

পরীক্ষক যাতে দ্রুত খাতা মূল্যায়নের কাজ শেষ করেন সে জন্য সবাইকে ডেকে অনুরোধ করা হয়েছে বলে জানান সোহরাব হোসাইন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা