আলফাডাঙ্গা পৌরসভায় ৪৯ ও তিন ইউপিতে ১৫০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও ৩টি ইউনিয়নে ৩টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৯৯ জন।
এরমধ্যে আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপরদিকে তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৯৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।
বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষদিন বিকাল ৪টা পর্যন্ত তিন ইউনিয়নের প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম ও আলফাডাঙ্গা পৌরসভার প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমাদের নিকট এসব মনোনয়নপত্র দাখিল করেন।
আলফাডাঙ্গা পৌরসভায় মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরমধ্যে মেয়র পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সাইফুর রহমান, স্বতন্ত্র প্রার্থী এ কে এম আহাদুল হাসান, মো. আলী আকসাদ, মো. মাহাবুব হোসেন ও এস এম হাবিবুর রহমান।
১নং বুড়াইচ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেন।
এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল আলীম খান, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল ওহাব মিয়া, মো. জাহাঙ্গীর আলম, আহসান উদ্দৌলা, মো. তোকাম্মেল হোসেন ও আবু মুসা।
২নং গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৩০ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইনামুল হাসান, স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল খান ও রুপালী পারভীন।
৩নং আলফাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেন বুলবুল, স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান, মোহাম্মাদ মনিরুজ্জামান, মো. আব্দুর রাজ্জাক, রফিক মিয়া ও বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. ছোবান শেখ (ছুবাহান)।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমাদ জানান, আলফাডাঙ্গা পৌরসভা ও তিনটি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩ ডিসেম্বর। ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা হতে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এসএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে: আইজিপি

সাতক্ষীরায় ছিনতাই হওয়া দুই ইজিবাইক খুলনায় উদ্ধার, আটক ৪

জাতীয় সাংবাদিক সংস্থা-রাজশাহীর সভাপতি আফজাল, সম্পাদক আজিজুল

সাতক্ষীরায় বাঘের চামড়াসহ আটক ৩

পুলিশের নির্যাতনে নয়, সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী রবিউলের মৃত্যু: জিএমপি কমিশনার

গাইবান্ধায় ৪ দিন ধরে দুই কলেজছাত্রী নিখোঁজ

সিলেটে শিবিরের ৮ নেতাকর্মী আটক

চাঁদপুরে ১১শ কেজি জাটকা জব্দ

অসুস্থতা থেকে মুক্তি পেতে বৃদ্ধের আত্মহত্যা
