কানাডার বিপক্ষে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে মরক্কো

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ২১:৫৭
অ- অ+

আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে দারুণ ফুটবল খেলছে মরক্কো। কানাডার বিপক্ষে খেলতে নেমে আফ্রিকান দলটিই করেছে মোট তিনটি গোল। কিন্তু একটি ছিল আত্মঘাতী। ফলে প্রথমার্ধের খেলা শেষে ২-১ গোল ব্যবধানে এগিয়ে রয়েছে মরক্কো।

দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্যে খেলতে নেমে বল দখলে কানাডার সঙ্গে সমানতালে খেলতে থাকা মরক্কো আক্রমণে আধিপত্য বিস্তার করে। পুরো ম্যাচের ৪৮ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে পারে দলটির ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর মোট শট নিয়েছে দুটি। গোল পেয়েছে মোট দুটি।

এদিকে পুরো ম্যাচের ৫২ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে পেরেছেন কানাডিয়ান ফুটবলাররা। বল দখলে সমানতালে খেললেও আক্রমণে কোনো ধার ছিল না তাদের। পুরো ম্যাচে মরক্কোর গোলবার বরাবর শট নিতে পারেনি একটিও।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মরক্কো ম্যাচের চতুর্থ মিনিটেই লিড নেয়। গোল করে দলকে এগিয়ে নেন হাকিম জিয়েচ। আর ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইউসুফ এন নেসরি। আশরাফ হাকিমির দেয়া পাসে সহজের জাল খুঁজে নেন ইউসুফ। আর ৪০তম মিনিটে নায়েফ অ্যাগুয়ার্ডের ভুলে ব্যবধান কমায় কানাডা।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর
ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে বিদেশফেরত ব্যক্তিরা, দলের নেতাদের মধ্যে ক্ষোভ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: টঙ্গীর তিন বিএনপি নেতাসহ ৪ জন বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা