ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন শুরু

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়ার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। যৌথভাবে সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, দক্ষিণ শাখার সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ।
সম্মেলনে সকাল থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সম্মেলনস্থল জনসমাবেশে রূপ নেয়।
দক্ষিণ ও উত্তর ছাত্রলীগের শীর্ষ দুই পদের বিপরীতে তিন শতাধিক নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/০২নভেম্বর/জেএ/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

এই দেশ কারো পৈত্রিক বা ব্যক্তিগত সম্পত্তি নয়: মির্জা ফখরুল

সম্মেলনে অংশ নেয়া সব ডিসিকে পরিবর্তন করতে হবে: ববি হাজ্জাজ

বিএনপি আবার সুযোগ পেলে ১০টি 'বাংলা ভাই' বানাবে: তথ্যমন্ত্রী

রাজশাহীতে আ.লীগের জনসভা: নৌকার পক্ষে ভোটের শপথ করালেন শেখ হাসিনা

আ.লীগ কখনো দেশ ছেড়ে পালায় না, বিএনপি নেতারা পালায়: শেখ হাসিনা

বিএনপি নেতা মুনির হোসেন কারামুক্ত

পাঠ্যপুস্তক সংশোধন নয়, বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

আওয়ামী লীগ একদলীয় শাসন চাপিয়ে দিচ্ছে: মির্জা ফখরুল

রাজশাহীর মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ
