ঢাবি ক্যাম্পাসে গাড়িচাপায় নারীর মৃত্যু: চালকের বিরুদ্ধে মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় প্রাইভেটকারের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গাড়ির চালক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ আজহার জাফর শাহর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার গভীর রাতে নিহত নারী রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম। তিনি বলেন, বেপরোয়াভাবে প্রাইভেটকার চালিয়ে রুবিনা আক্তারকে মেরে ফেলার ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। তবে ঘাতক চালক মোহাম্মদ আজহার জাফর শাহর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
শুক্রবার বিকালে দেবর নুরুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে রাজধানীর তেজগাঁওয়ের বাসা থেকে হাজারীবাগে বাবার বাড়ি যাচ্ছিলেন রুবিনা আক্তার (৪৫)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীত সড়কে একটি প্রাইভেট কার পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে নুরুল আমিন মোটরসাইকেলসহ এক পাশে ছিটকে পড়েন। আর রুবিনা গাড়ির নিচে চাপা পড়েন। এ সময় গাড়ির বাম্পারে তাঁর পোশাক আটকে যায়। চালক গাড়ির নিচে আটকে যাওয়া রুবিনাকে নিয়ে বেপরোয়া গতিতে টিএসসি হয়ে নীলক্ষেতের দিকে যান। নীলক্ষেত এলাকায় গাড়ি থামিয়ে রুবিনাকে জীবিত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।
এদিকে নীলক্ষেত এলাকায় গাড়ির চালক আজহার জাফর শাহকে আটক করে মারধর করেন পথচারীরা। গাড়িটিও ভাঙচুর করা হয়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চালক আজহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ২০১৮ সালে তিনি চাকরিচ্যুত হন।
ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/ইএস
সংবাদটি শেয়ার করুন
রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত
রাজধানী এর সর্বশেষ

মানুষের জানমালের নিরাপত্তায় সবসময় রাজপথে থাকব: খসরু চৌধুরী

ঢাকা-১১ আসন: নৌকার মাঝি হলেন ওয়াকিল উদ্দিন

যাত্রাবাড়ীতে বাসে আগুন, পুলিশ পাহারায় নেভালো ফায়ার সার্ভিস

ঢাকা-৬ আসনে নৌকার মাঝি হলেন সাঈদ খোকন

বাবা হাজী সেলিমের আসনে নৌকার মাঝি হলেন ছেলে সোলায়মান সেলিম

আবদুল্লাহপুরে বিআরটিসি বাসে আগুন

ট্রাফিক পুলিশের চাঁদা নেওয়ার ভিডিও করায় যুবককে নির্যাতন

মিটফোর্ড হাসপাতালে চুরি হওয়া শিশু জুবাইদা উদ্ধার

ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি হলেন আব্দুর রহিম
