সাবেক মন্ত্রী এ বি এম গোলাম মোস্তফার মৃত্যুতে বামার সভাপতি ও সাধারণ সম্পাদকের শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২২, ১৯:১৫
অ- অ+

সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সচিব, শক্তি ঔষধালয়ের সত্ত্ববাধিকারী এ বি এম গোলাম মোস্তফা (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফেকচারার্স এ্যাসোসিয়েশন (বামা) এর সভাপতি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

এক যৌথ শোকবার্তায় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ও ডা. মো. মিজানুর রহমান বলেন, মরহুম এ বি এম গোলাম মোস্তফা মন্ত্রী ও সচিব হিসেবে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে যেমন ভূমিকা রেখেছেন, তেমনি আয়ুর্বেদিক ওষুধ শিল্পখাতেও রয়েছে তাঁর অনন্য অবদান। তাঁর অর্জিত অভিজ্ঞতা তিনি আয়ুর্বেদিক খাতের উন্নয়নে ঢেলে দিয়েছিলেন। এ বি এম গোলাম মোস্তফা মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ, ব্যক্তিগত জীবনে ছিলেন সদালাপী ও আন্তরিক । এই শিল্পোদ্যোক্তার মৃত্যুতে বাংলাদেশের ওষুধ শিল্পে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফেকচারার্স এ্যাসোসিয়েশন (বামা) এর সভাপতি ও সাধারণ সম্পাদক।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/পিআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা