ঢাকা কলেজ ছাত্রলীগের হাতে নিউমার্কেটে অবরুদ্ধ জয়, কমিটি ঘোষণার দাবি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২২, ২৩:৪৯
অ- অ+

দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে এলেও কমিটি না পাওয়া হতাশ ও ক্ষুব্ধ ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়কে অবরুদ্ধ করে রেখেছেন। নেতাকর্মীরা ৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ছাত্রলীগের সম্মেলনের আগেই কমিটি ঘোষণা করতে তার প্রতি অনুরোধ জানিয়েছেন।

রবিবার রাত সাড়ে ১০টায় নিউমার্কেট এলাকায় জয়ের গাড়ি আটকে তাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী ফিরোজ হোসেন বলেন, আমরা সবাই মিলে কমিটির জন্য জয় ভাইকে অনুরোধ জানিয়েছি। দীর্ঘদিন ধরে আমরা রাজনীতি করছি। এখনও যদি কমিটি না হয় তাহলে কেমনে হবে।

তিনি বলেন, আমরা দাবি করেছি পাঁচ তারিখের মধ্যে কমিটি দিতে। ৬ ডিসেম্বর তো সম্মেলন হবে। সময় তো শেষ। এর মধ্যে কমিটি না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা