জাপান-ক্রোয়েশিয়া: নির্ধারিত সময়ে জিতল না কেউই

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২৩:২০ | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২২, ২৩:০৮

কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল জাপান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে বর্তমান রানারআপ দল ক্রোয়েশিয়া। শেষ ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ ব্যবধানে খেলা শেষ হলে চলছে অতিরিক্ত সময়ের খেলা।

ম্যাচের শুরুর দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ক্রোয়েশিয়া। কিন্তু পাচ্ছিল না গোলের দেখা। উল্টো বিরতিতে যাওয়ার আগে খেয়ে বসে এক গোল। ম্যাচের ৪৩তম মিনিটে নিজেরা দেয়া নেয়া করতে করতে ক্রোয়েশিয়ার জালে বল নিয়ে যায় জাপান। শেষ ক্রসটি করেন রিতসু দোয়ান। গোলমুখে ভেসে আসা বলটিতে পা লাগিয়ে ক্রোয়েশিয়ার জালে বল জড়িয়ে দেন মায়েদা।

দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে লুকা মদ্রিচরা। সেই সুবাদে খেলার ৫৫তম মিনিটে লভরেনের দেয়া গোলে পাসে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান দলের তারকা ফুটবলার ইভান পেরিসিচ। এরপর নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। আল জানোব স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে প্রায় সমানতালেই খেলেছে জাপান ও ক্রোয়েশিয়া। পুরো ম্যাচের ৫৮ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয়েছে ক্রোয়েশিয়া। আর জাপানের গোলবার বরাবর মোট শট নিয়েছে তিনটি।

অন্যদিকে পুরো ম্যাচের ৪২ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে পেরেছে জাপান। আর ক্রোয়েশিয়ার গোলবার বরাবর তারাও নিয়েছে তিনটি শট। এতে একটি গোলের দেখা পেয়েছে এশিয়ান জায়ান্টা দলটি।

ক্রোয়েশিয়া একাদশ (ফরমেশন:৪-৩-৩)

ডমিনিক লুকাভিচ, জসকো ভার্দিওল, ডিজান লভরেল, বোরনা বেরিসিচ, জোসিফ জুরানোভিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, লুকা মদ্রিচ, ব্রুনো প্যাটকোভিচ, ইভান পেরিসিচ ও আন্দ্রে ক্রামারিচ।

জাপান একাদশ: (ফরমেশন: ৩-৪-৩)

সুইচি গোন্ডে, মায়া ইয়োসিডা, সোগো তানিগুচি, তাকেহিরো তোমিইয়াসু, হিদেমাসা হোরিসা, ওয়াটারু হিন্দো, ইয়োতো নাগাতোমু, জুনয়া ইতো, ডাইজেন মায়েদা, ডাইচি কামাদা ও রিটসু দোয়েন।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :