সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিনে ফরিদপুর ছাত্রলীগের দোয়া মাহফিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে আন্তর্জাতিক অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন উপলক্ষে ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার আসরের পর এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম বীন হাদ নীড়, সাংগঠনিক সম্পাদক আফিক অর্ক, অমিত বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, শেখ তামীম, দপ্তর সম্পাদক অর্ঘ্য চক্রবর্তীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
তামজীদুল রিয়ান বলেন, বঙ্গবন্ধুর নাতনি, জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন উপলক্ষে তার সার্বিক সাফল্য কামনায় এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/এলএ)

মন্তব্য করুন